জাতীয় রাজস্ব ভবনে অর্থ উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সেবা খাতে বেশি দুর্নীতি বিদ্যমান। উপদেষ্টা হওয়ার আগে আমি নিজেও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি। কাজটি যাতে সময়মতো হয়, এ জন্য এই বাড়তি টাকা দিতে হয়েছে।
ঋণের বিষয় শুধু অন্তর্বর্তী সরকারের সময় নয়। ঋণের কারণে জনগণের কী অসুবিধা হয় রাজশাহীতে দেনার দায়ে আত্মহত্যার বিষয়টি উল্লেখ করার মতো। এটা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখতে হবে। তিনি ঋণ ব্যাংক থেকে অথবা এনজিও থেকে নিয়েছে কি না । তাকে কেউ চাপ দিয়েছে কি না, বিষয়টি তদন্ত করা হবে।
বাংলাদেশ কৃষি ব্যাংক অনেক েক্ষত্রে কস্ট অব ফান্ডের চেয়ে কম সুদ হারে ঋণ বিতরণ করে সরকারি কর্মসূচি বাস্তবায়ন, দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অজর্ন এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
দেশের ব্যবসা-বাণিজ্য সবার জন্য সমান সুযোগ ছিল না। দুর্নীত ছিল চূড়ান্ত পর্যায়। গুটি কয়েক লোক আর্থিক খাত ধ্বংস করে দিয়েছে। যে ব্যাংকের মালিক, সে এমপি, হোটেলের মালিক, টেলিভিশনের মালিক ছিল। সবই ছিল একচ্ছত্র। এটা থেকে এখন মুক্ত, তবে আসল মুক্ত হবো, যখন এটা পুনরায় না হয়। সবাই যেন সুযোগ পায়।